কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম শাহীন
২৮ এপ্রিল ২০২৫ ১০:৫৮
কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছেন পাবনা জেলার মো. শাহীন। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে ৬ষ্ঠ স্থান অধিকার করেছেন তিনি।
জিপিএসহ মোট ১০৫.৮১ নম্বর অর্জন করা শাহীন পাবনার হাজী জসীম উদ্দীন ডিগ্রি কলেজের ছাত্র।
এর আগে, গত শুক্রবার (২৫ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে প্রায় ১৬ হাজার পরীক্ষার্থী অংশ নেন।
সোমবার (২৮ এপ্রিল) রাত ১২টার পর থেকেই পরীক্ষার্থীরা নিজেদের আইডিতে লগ ইন করে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রেরিত এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছেন।
প্রথম স্থান অর্জনকারী মো. শাহীন বলেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহ তা’য়ালার অশেষ রহমতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অর্জন করার গৌরব লাভ করেছি। পিতা-মাতা ও শিক্ষকদের আশা পূরণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল আইন বিষয়ে পড়াশোনা করে একজন জজ অথবা আইনজীবী হওয়া। আল্লাহ তা’য়ালা আমাকে সেই পথে এগিয়ে চলার সুযোগ দিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ স্থান অর্জন করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি।’
সারাবাংলা/এসডব্লিউ