জুলাই গণহত্যা
সাবেক আইজিপি মামুনসহ ১৩ জন ট্রাইব্যুনালে
২৮ এপ্রিল ২০২৫ ১১:৪০ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৪:১৯
ঢাকা: জুলাই-আগস্টে গণহত্যাসহ মানবতাবিরোধী অভিযোগে করা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাদের হাজির করে পুলিশ।
পৃথক চারটি মামলায় ওই ১৩ জনকে আজ ট্রাইব্যুনালে আনা হয়। এদিন তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন বা অগ্রগতি প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করা হবে। একইসঙ্গে পরবর্তী শুনানি দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল।
অন্য আসামিরা হলেন- ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার জসিম উদ্দিন মোল্লা, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক, ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, এএসপি রাজন কুমার সাহা, সাবেক এসআই মো. আব্দুল মালেক, সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সাহা, সাবেক কনস্টেবল রবিউল আলম ও মো. মুকুল হোসেন।
সারাবাংলা/আরএম/ইআ