Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ১২:০৯

ফাইল ছবি

সুনামগঞ্জ: গরুকে ঘাস খাওয়াতে গিয়ে সুনামগঞ্জের শাল্লায় বজ্রপাতে মো. রিমন তালুকদার (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও গ্রামের কাছের বুড়িগাঙ্গাল হাওরে এই ঘটনা ঘটে।

মৃত রিমন তালুকদার শাল্লা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি আটগাঁও গ্রামের মো. জাজেদ তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালে বাড়ির কাছে কালিকোটা হাওরে ৩টি গরুকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিল রিমন তালুকদার। এ সময় হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে রিমন তালুকদার ও তার সঙ্গে নিয়ে যাওয়া একটি গরুর মৃত্যু হয়।

আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নোমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে সামাজিক সচেতনতা তৈরি করা জরুরি।

সারাবাংলা/ইআ

বজ্রপাতে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর