২০২৪ সালে লিগ্যাল এইডের মাধ্যমে প্রতিকার পেয়েছেন ৪৪৩১১ বিচারপ্রার্থী
২৮ এপ্রিল ২০২৫ ১৩:২৪ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৫:৩৮
ঢাকা: গত বছর তথা ২০২৪ সালে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা লিগ্যাল এইডের মাধ্যমে ৪৪ হাজার ৩১১ জন বিচারপ্রার্থী প্রতিকার পেয়েছেন বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক জেলা ও দায়রা জজ আযাদ সোবহানী।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫’ উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
লিগ্যাল এইড পরিচালক বলেন, বিকল্প বিরোধের মাধ্যম ৩০ হাজার ১৬৬টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি হয়েছে ৩২ হাজার ১৬৬টি। বিচারপ্রার্থীদের অনলাইন-অফলাইনে আইনি সেবা দিয়ে যাচ্ছে লিগ্যাল এইড। দেশের ৬৪ জেলা ও সুপ্রিম কোর্টে প্রতিষ্ঠা করা লিগ্যাল এইডের এমন উদ্যোগে দ্রুতই মামলার জট কমবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ও লিগ্যাল এইডের চেয়ারম্যান ড. আসিফ নজরুল।
এদিন সকাল থেকেই জমকালো আয়োজনে পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস।
সারাবাংলা/আরএম/আরএস