Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গলবার মিরপুরে গ্যাস থাকবে না

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ১২:২৮

ঢাকা: রাজধানীর মিরপুর এলাকায় মঙ্গলবার (২৯ এপ্রিল) সাত ঘণ্টা গ্যাস থাকবে না। পাইপলাইন সংস্কার কাজের জন্য মঙ্গলবার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত মিরপুরের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে বলে জানিয়েছে তিতাস।

সোমবার (২৮ এপ্রিল) প্রতিষ্ঠানটি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, রাজধানীর মিরপুর-১৪ নম্বরে অবস্থিত প্রিন্স বাজারসংলগ্ন সড়কে নব নির্মিত গ্যাস পাইপ লাইনের টাই ইন কার্যক্রম শেষ করার জন্য শতাব্দী সিএনজি, এমবিএম গার্মেন্টসের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর বাইরে ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালী ডিওএইচএস, শাহিন বাগ, আরজতপাড়া, নাখালপাড়া ও এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকবে বলে জানানো হয় তিতাসের বিজ্ঞপ্তিতে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

সারাবাংলা/জেআর/ইআ

তিতাস গ্যাস মিরপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর