আইপিএল ২০২৫
মালিঙ্গাকে ছাড়িয়ে নতুন উচ্চতায় বুমরাহ
২৮ এপ্রিল ২০২৫ ১৪:২৭ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৪:৩০
আগের ম্যাচেই বসেছিলেন লাসিথ মালিঙ্গার পাশে। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় এককভাবে বসতে জাসপ্রীত বুমরাহর দরকার ছিল মাত্র এক উইকেট। লক্ষ্ণৌ সুপার জায়ান্টেসের বিপক্ষে গত রাতের ম্যাচে ৪ উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়লেন বুমরাহ। আইপিএলে মুম্বাইয়ের হয়ে তিনিই এখন সবচেয়ে বেশি উইকেট শিকারি বোলার।
ওয়াংখেড়েতে লক্ষ্ণৌর বিপক্ষে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বোলিংয়ে নেমেছিলেন বুমরাহ। ম্যাচে নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নিয়ে মালিঙ্গাকে ছাড়িয়ে যান বুমরাহ। ম্যাচে শেষ পর্যন্ত মাত্র ২২ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি।
এখন পর্যন্ত আইপিএলে বুমরাহর উইকেট সংখ্যা ১৭৪টি, এটি তিনি ছুঁয়েছেন ১৩৯ ইনিংসে। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিনি ৭ম সর্বোচ্চ স্থানে আছেন। ২০১৩ সালে মুম্বাইয়ের হয়ে আইপিএলে অভিষেক হওয়া বুমরাহ শুধু এই ফ্র্যাঞ্চাইজির জন্যই খেলেছেন। স্বীকৃতি টি-২০তে তার উইকেট দাঁড়াল ৩০৪টি।
মুম্বাইয়ের হয়ে এতদিন সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন মালিঙ্গা। দীর্ঘদিন মুম্বাইয়ের হয়ে খেলা মালিঙ্গা নিয়েছেন ১২২ ইনিংসে ১৭০ উইকেট।
এবারের আইপিএলে শুরু থেকে খেলা হয়নি বুমরাহর। ইনজুরি থেকে ফিরে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন বুমরাহ।
সারাবাংলা/এফএম
আইপিএল ২০২৫ জাসপ্রীত বুমরাহ মুম্বাই ইন্ডিয়ানস লাসিথ মালিঙ্গা