শ্রম অধিদফতরের নিস্ত্রিয়তায় তামাক বিরোধী জোটের উদ্বেগ
২৮ এপ্রিল ২০২৫ ১৪:২৬
ঢাকা: শ্রমিকদের মজুরি পরিশোধ না করে শ্রম আইন লঙ্ঘন করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি। এমন অভিযোগ এনে শ্রম অধিদফতরের নিস্ত্রিয়তায় তামাক বিরোধী জোট উদ্বেগ প্রকাশ করেছে। সোমবার (২৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রমিকদের মজুরি পরিশোধ না করে শ্রম আইন লঙ্ঘন করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, কুষ্টিয়ায় শ্রমিকরা তাদের শ্রমের মজুরি পাচ্ছে না। বিএটি এর বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির শ্রমিকরা। ২২ দফা দাবিতে ২৩ এপ্রিল থেকে বিএটি লিফ ফ্যাক্টরির শতাধিক শ্রমিক বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন। শ্রমিকদের বঞ্চিত করলেও প্রতি বছর বিএটি শ্রম মন্ত্রণালয়ের তহবিলে টাকা জমা দিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে এবং সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আড়ালে নিজেদের অন্যায় কর্ম ঢাকার চেষ্টা করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা দীর্ঘদিন বলার চেষ্টা করছি যে, বিএটি এর পরিচালনা বোর্ডে সরকারের উচ্চপদস্থ প্রতিনিধি থাকা এবং সিএসআর ফান্ডের টাকা দিয়ে নিজেদের প্রচারের প্রভাবের কারণেই তাদের এ সকল অন্যায়ের বিরুদ্ধে যথাযথভাবে আইনের প্রয়োগ করা হচ্ছে না। একদিকে শ্রমিক শোষণ করছে অপরদিকে সিএসআর ফান্ডের টাকা দিয়ে তামাকের প্রচারণা চলছে।বআমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে বঞ্চিত শ্রমিকদের আন্দোলনের পরও শ্রম মন্ত্রণালয় এবং শ্রম অধিদফতর কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না। ইতিপূর্বে কুষ্টিয়ায় বিএটি দোকানের নামে অনুমোদন নিয়ে কারখানা চালিয়েছে। সেখানেও শ্রম মন্ত্রণালয় এবং শ্রম অধিদফতরের ভূমিকা ছিলো নিষ্ক্রিয়।
সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রম অধিদফতরের নিষ্ক্রিয়তায় বাংলাদেশ তামাক বিরোধী জোট এর উদ্বেগ প্রকাশ করছে। বাংলাদেশ তামাক বিরোধী জোট শ্রম মন্ত্রণালয়ের প্রতি আহবান জানাচ্ছে, শ্রমিকদের অধিকার রক্ষায় অতি দ্রুত আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ এবং তামাক কোম্পানির সিএসআর কর্মসূচি নিষিদ্ধ করা হোক। পাশাপাশি যাতে সরকারি কর্মকর্তাদের প্রভাব ব্যবহার করে পুনরায় এ ধরনের কাজ না করতে পারে সেকারণে বিএটির পরিচালনা বোর্ড থেকে তামাক কোম্পানির প্রতিনিধি প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করা হোক।
সারাবাংলা/ইএইচটি/এনজে