আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ভিডিও তদন্ত সংস্থার হাতে
২৮ এপ্রিল ২০২৫ ১৪:৪০ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৭:০৯
ঢাকা: জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর ঘটনায় জড়িত দুজনকে চিহ্নিত করেছে তদন্ত সংস্থা। বাকিদেরও শনাক্তের কাজ চলছে। একই সঙ্গে সংস্থাটি হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজও হাতে পেয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।
তদন্ত সংস্থা জানায়, গত ৫ আগস্ট আশুলিয়ায় এক নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল। ছয়জনের লাশ নিজেদের গাড়িতে তুলে আগুনে পুড়িয়ে দেয় পুলিশ। তখনও একজন জীবিত ছিলেন। তাকেও পুড়িয়ে মৃত্যু নিশ্চিত করা হয়।
আলোচিত এ মামলার তদন্ত প্রায় শেষের দিকে। এর মধ্যেই আরেকটি বিস্ফোরক ভিডিও তদন্ত সংস্থার হাতে আসে। লাশ পোড়ানোর আগে গুলি করে হত্যার নির্মম চিত্র উঠে আসে ওই ভিডিওতে।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম বলেন, দুজন হত্যাকারীকে শনাক্ত করা গেছে। বাকিদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের দ্রুত গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হবে। আগামী ২৫ মে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
সারাবাংলা/আরএম/এনজে