Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রকে দলবেঁধে যৌন নির্যাতন, ৩ মাদরাসা শিক্ষক গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ১৪:৫১

ফটিকছড়ি থানা।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক ছাত্রকে দলবেঁধে যৌন নির্যাতনের অভিযোগে তিন মাদরাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) রাতে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট এলাকায় দারুল আজকা ফয়জিয়া মাদরাসায় অভিযান চালিয়ে তিন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার তিনজন হলেন- গোলাম রাব্বি (২৫), মো. নুরুল ইসলাম (২৫) ও পেয়ারুল ইসলাম (২৪)।

আক্রান্ত ১২ বছর বয়সী শিশুটির বাড়ি ফটিকছড়ি উপজেলায়। যৌন নির্যাতনের ঘটনায় তার মা বাদী হয়ে ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এতে তিন শিক্ষককে আসামি করা হয়েছে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমেদ সারাবাংলাকে বলেন, ‘১২ বছর বয়সী একটি ছেলে শিশু সংঘবদ্ধ ধর্ষণের (বলাৎকার) শিকার হয়েছে বলে অভিযোগ পেয়েছি। তার মা মামলায় অভিযোগ করেছেন, গত শুক্রবার রাতে দুজন শিক্ষক মিলে মাদরাসার ভেতরে শিশুটিকে পর্যায়ক্রমে ধর্ষণ করে। এরপর দুইদিন ধরে আরেক শিক্ষক তাকে একাধিকবার ধর্ষণের চেষ্টা করে।’

‘শিশুটি সহ্য করতে না পেরে গতকাল (রোববার) বাড়িতে গিয়ে ঘটনা জানায়। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে আমরা তিন শিক্ষককে গ্রেফতার করেছি। তাদের আদালতে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/আরডি/ইআ

মাদরাসা শিক্ষক গ্রেফতার যৌন নির্যাতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর