ছোটখাটো মামলা লিগ্যাল এইড হয়ে আদালতে আসতে হবে: আসিফ নজরুল
২৮ এপ্রিল ২০২৫ ১৫:২৫ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৭:০৮
সোমবার আইনগত সহায়তা দিবস ২০২৫’ উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইন উপদেষ্টা ও লিগ্যাল এইডের চেয়ারম্যান ড. আসিফ নজরুল
ঢাকা: আইন উপদেষ্টা ও লিগ্যাল এইডের চেয়ারম্যান ড. আসিফ নজরুল বলেছেন, প্রতি বছর সারাদেশে প্রায় পাঁচ লাখ মামলা হয়। এর মধ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি হয় ৩৫ হাজার। তবে এ সংখ্যা ২ লাখে উন্নীত করতে পারলে আদালতে মামলার চাপ ৪০ শতাংশ কমে যাবে। এজন্য ছোট ছোট মামলা লিগ্যাল এইড হয়ে আদালতে আসতে হবে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫’ উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, দেশে পারিবারিক বা জমিজমা নিয়ে অনেক দ্বন্দ্ব লেগে থাকে। এসবের অভিযোগ সরাসরি আদালতে না এনে লিগ্যাল এইডের মাধ্যমে সমাধান করা যায়। নিষ্পত্তিতে ব্যর্থ হলে আদালতে আসতে হবে।
আগামী ছয় মাসের মধ্যে লিগ্যাল এইড প্রতিষ্ঠানটি আরও উন্নীত করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। এখান থেকেই যেন এই ছয় মাসে ১ লাখ মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লিগ্যাল এইডের পরিচালক জেলা ও দায়রা জজ আযাদ সোবহানী, ব্যারিস্টার সারা হোসেনসহ আরও অনেকে।
এদিন সকাল থেকেই জমকালো আয়োজনে পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস।
উল্লেখ্য, ২০২৪ সালে এইডের মাধ্যমে প্রতিকার পেয়েছেন ৪৪ হাজার ৩১১ জন বিচারপ্রার্থী। বিকল্প বিরোধের মাধ্যমে ৩০ হাজার ১৬৬টি মামলা নিষ্পত্তি করা হয়। বিকল্প বিরোধ নিষ্পত্তি হয়েছে ৩২ হাজার ১৬৬টি।
সারাবাংলা/আরএম/আরএস