Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্তমান সরকারের অধীনে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন: আইন উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ১৬:৩৩ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৯:০৯

আইন উপদেষ্টা আসিফ নজরুল

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, ‘উচ্চ আদালতে বিচারাধীন কোনো মামলার ওপর আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। আগের ফ্যাসিস্ট সরকার ছিল কোনো নিয়মনীতি তোয়াক্কা করতো না। একজন প্রধান বিচারপতিকে গলা ধাক্কা দিয়ে তারা দেশ থেকে তাড়িয়েছে। কিন্তু আমরা সেই সরকার না। উচ্চ আদালতের বিষয়ে হস্তক্ষেপ করার এখতিয়ার আমাদের নেই।’

বিজ্ঞাপন

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ‘সারাদেশেই হয়রানিমূলক মিথ্যা মামলা হচ্ছে। যা ঠিক নয়। আমরা মামলা করায় বাধা দিতে পারি না। মামলা হলেই গ্রেফতার বা নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন। কোন মামলা কার্যতালিকার কত নম্বরে আসবে বা কবে শুনানি হবে, তা আদালত ঠিক করে। এখানে আইন মন্ত্রণালয়ের কিছুই করার নেই।’

অভিনেতা ইরেশ জাকেরের নামে হত্যা মামলা প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘এসব মামলা বাণিজ্যিক বা বিদ্বেষমূলক কিনা ক্ষতিয়ে দেখা উচিত। বাংলাদেশের আইনে কোথাও মামলা করার ক্ষেত্রে বাধা দেওয়া হয়নি। এখানে অনেক হয়রানিমূলক বা বিদ্বেষমূলক মামলা হচ্ছে। মামলা হওয়ার পর আমরা পুলিশ প্রশাসন ও আদালতের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিকার দেওয়ার প্রচেষ্টা করছি।’

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলা নিয়ে তিনি বলেন, ‘গত বুধবার মামলার বিচারকার্য শুরু হয়েছে। মামলার চার্জশিট পেতে একটু দেরি হয়েছিল। অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচারকার্য পরিচালনা করছে আদালত। খুব দ্রুত এ মামলার রায় হবে বলে আশাবাদী।’

বিজ্ঞাপন

এর আগে, জাতীয় আইনগত সহায়তা দিবস-২৫ উপলক্ষ্যে ওসমানী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এই উপদেষ্টা।

সারাবাংলা/আরএম

অন্তর্বর্তীকালীন সরকার আইন উপদেষ্টা বিচার বিভাগ স্বাধীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর