Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি শিক্ষার্থীকে মারধর, প্রতিবাদে বিভাগের গেটে তালা

জবি করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ১৬:৪৩ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৯:০৯

পদার্থবিজ্ঞান বিভাগের গেটে তালা দিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা

জবি: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বয়কট করে বিভাগটির গেটে তালা দিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (২৯ এপ্রিল) ওই ঘটনার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বয়কট ও বিভাগের গেটে তালা ঝুলিয়ে দেন বিভাগটির শিক্ষার্থীরা।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম আকরাম হোসেন। তিনি জবির পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, রোববার (২৭ এপ্রিল) স্নাতকোত্তরের সনদ তুলতে বিশ্ববিদ্যালয় এসেছিলেন আকরাম। সেখানে থেকে ছাত্রলীগ সন্দেহে তাকে আটক করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর প্রক্টর অফিসে আনা হলে সেখানে থেকে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এ সময় ছাত্রদল নেতাকর্মীরা অভিযোগ করেন, প্রথম বর্ষে থাকার সময় তাদের নেতাকর্মীদের ওপর দলবদ্ধ হামলা চালিয়েছিলেন আকরাম ও তার বন্ধুরা।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আকরাম। তিনি বলেন, ‘প্রথম বর্ষে থাকার সময় ছাত্রলীগের বড় ভাইয়েরা আমাকে মিছিলে নিয়ে যেত। কিন্তু এরপরে আমি আর কখনো ছাত্রলীগ করিনি। আমার কোনো পোস্ট-পদবি কিছুই নেই। আমি জুলাই আন্দোলনেও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।’

এ ঘটনায় প্রতিবাদে বিভাগে তালা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। আকরামকে ছাড়িয়ে আনতে থানায় অবস্থান করছেন তারা।

বিষয়টি নিশ্চিত করে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাকিল ফকির বলেন, ‘আকরাম ভাইকে ট্যাগিং দিয়ে অন্যায়ভাবে থানায় দিয়েছে ছাত্রদল। আমরা যখন তাকে ছাড়াতে থানায় আসি, তখন আমাদের বলা হয় বিশ্ববিদ্যালয় প্রক্টর অথবা উপাচার্য না বললে আকরাম ভাইকে ছাড়া হবে না। এর প্রতিবাদে আমরা বিভাগে তালা দিয়েছি। আমরা তিনজন শিক্ষকসহ এখন থানায় অবস্থান করছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

ক্লাস-পরীক্ষা বয়কট জবি জবি শিক্ষার্থী নিষিদ্ধ ছাত্রলীগ শিক্ষার্থীকে মারধর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর