ঠাকুরগাঁওয়ে আইনগত সহায়তা দিবস পালন
২৮ এপ্রিল ২০২৫ ১৭:১২
ঠাকুরগাঁও: ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করা ভাই, লিগাল এইড আশেপাশে কোনো চিন্তা নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) জজকোর্ট চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
উদ্বোধনের পর একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
দিবসটি উপলক্ষে কোর্ট চত্বরে বিভিন্ন সেবার মেলা বসানো হয়। যেখানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, সারাদিনব্যাপী বিনামূল্যে আইনি সেবা প্রদান করা হয়।
ঠাকুরগাঁও লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা দায়রা জজ জামাল হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন জয়, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মকদুম সাব্বির মৃদুলসহ অনেকে।
বক্তারা বলেন, লিগ্যাল এইড থেকে আর্থিক অসচ্ছল, অসহায় ও বঞ্চিত ব্যক্তিদের বিনামূল্যে আইনি সেবা প্রদান করা হয়। তবে আমাদের সমাজে প্রচার কম হওয়ার কারণে লিগ্যাল এইড সম্পর্কে মানুষের ধারণা অনেকটাই কম।
সারাবাংলা/এনজে