Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই গণ-অভ্যুত্থান অধিদফতর গঠন করে গেজেট

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ১৭:০৩ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৯:০৮

ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থান অধিদফতর গঠন করেছে সরকার। সোমবার (২৮ এপ্রিল) এই অধিদফতর গঠন করে গেজেট প্রকাশ করা হয়েছে। এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুর্নবাসন এবং গণ-অভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতেই এই অধিদফতর গঠন করা হয়।

প্রকাশ করা গেজেটে বলা হয়, গত ১২ ডিসেম্বর উপদেষ্টা পরিষদ সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর প্রতিষ্ঠা করা হয়েছে।

এর আগে জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজমের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এরপর উপদেষ্টা পরিষদের সভায় বিষয়টি অনুমোদন পায়।

সারাবাংলা/জেআর/এইচআই

জুলাই গণ-অভ্যুত্থান জুলাই গণ-অভ্যুত্থান অধিদফতর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর