পুলিশের প্রতি পরিপূর্ণ আস্থা থাকলে মব তৈরি হত না: আইজিপি
২৮ এপ্রিল ২০২৫ ১৭:১৩ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৯:০৮
ঢাকা: ৫ আগস্টের পর সারাদেশে মব তৈরির বিষয়ে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বলেছেন, মানুষ সংঘবদ্ধ হয়ে আইন হাতে তুলে নিয়ে কাউকে বিচার করা বা শাস্তি দেওয়া শুরু করল— এ বিষয়ে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। না হলে সহজে বন্ধ হবে না। পুলিশের প্রতি পরিপূর্ণ আস্থা থাকলে এ রকম মব তৈরি হত না। পুলিশের প্রতি আস্থা থাকতে হবে।
সোমবার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, ‘আগামীকাল থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী পুলিশ সপ্তাহ। এবার অনাড়ম্বরভাবে পুলিশ সপ্তাহ উদযাপন হবে। এবারের স্লোগান ‘আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। পুলিশ সপ্তাহে নাগরিক সমাজের নানা শ্রেণি পেশার মানুষের সঙ্গে সেমিনার হবে, সেখানে পুলিশের কাছে জনগণের প্রত্যাশা ও ভুল ত্রুটি শুনবো।’
মিথ্যা মামলায় হয়রানি করা হবে না জানিয়ে তিনি বলেন, ‘আগে মামলা করা হত কারো মৌখিক কথার মাধ্যমে। এখন সবাই নিজের হাতে লিখে নিয়ে আসেন, তারা যখন আনেন তখন সেটা আমাদের মামলা হিসেবে নিতে হয়। তখন যাচাই করার সুযোগ নাই সত্যি নাকি মিথ্যা। এটা পরে তদন্তে জানতে পারি যে মিথ্যা। ৫ আগস্টের পর অনেক মামলায় দেখা গেছে মিথ্যা তথ্য যোগ করা হচ্ছে। যাদের নামে মিথা মামলা দেওয়ায় হয়েছে তাদের আমাদের পক্ষ থেকে কোনো হয়রানি করা হবে না।’
দেশে জঙ্গি নাই এটা সত্যি কিনা জানতে চাইলে বাহারুল আলম বলেন, ‘জঙ্গী নেই সেটার নিশ্চয়তা কেউ দিতে পারে না। এর আগে জঙ্গিবাদের অভিযোগে অনেকেই কারা অভ্যন্তরীণ হয়েছেন। বাংলা ভাইয়ের বিষয়টিও আমরা সবাই জানি। জঙ্গিবাদের নেটওয়ার্ক মোকাবিলা করার মত সক্ষমতা আমাদের আছে।’
আগে পুলিশ একটা দলের রাজনীতিকরণ এর সঙ্গে জড়িত হয়ে পড়েছিল, সামনে নির্বাচনের পর আরেকটি দল আসলে পুলিশ কি তাদের হয়ে কাজ করবে— এমন প্রশ্নে আইজিপি বলেন, ‘আমার তাদের নেতৃত্বে আস্থা রাখি। রাজনীতিবিদদের ওপর আমাদের আস্থা রাখতে হবে। পুলিশ তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে।
সারাবাংলা/এমএইচ/এসআর