Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৩ সদস্যের তদন্ত কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ১৭:৩০

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র

পটুয়াখালী: কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিএল) স্ক্র্যাপ শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) আরএনপিএলের তত্ত্বাবধায়ক আসরাফ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

কমিটিতে রয়েছেন— আরএনপিএল-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হালিম, নির্বাহী প্রকৌশলী শওকত ওসমান ও ডিপুটি ম্যানেজার আমিনুল ইসলাম। দুই কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন এই কমিটি।

এর আগে, রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রায় ২০ একর এলাকাজুড়ে থাকা স্ক্র্যাপ শেডে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও বিদ্যুৎকেন্দ্রের দু’টি টিম মিলে রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সারাবাংলা/এইচআই

আগুন তাপ বিদ্যুৎকেন্দ্র পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট

বিজ্ঞাপন

গরমে আরামের পানীয়
২৮ এপ্রিল ২০২৫ ১৯:৩৮

আরো

সম্পর্কিত খবর