আমজনতার দলের সঙ্গে বৈঠকে বিএনপি
২৮ এপ্রিল ২০২৫ ১৮:০২ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৯:০৭
ঢাকা: চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আম জনতার দলের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির লিয়াঁজো কমিটি।
সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।
আমজনতার দলের সভাপতি কর্নেল (অব.) মশিউজ্জামনের নেতৃত্বে বৈঠকে অংশ নিয়েছেন দলটির ১২ জন শীর্ষ নেতা।
বিএনপি নেতৃত্ব দিচ্ছেন দলটির লিয়াঁজো কমিটি প্রধান ও স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
১৭ এপ্রিল থেকে সমমনা ও যুগপৎ আন্দোলনের সঙ্গী দলগুলোর লিয়াঁজো কমিটির সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপির লিয়াঁজো কমিটি। এরইমধ্যে ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, এনডিএম, গণঅধিকার পরিষদ, এলডিপি, বাংলাদেশ লেবার পার্টি, বামগণতান্ত্রিক জোট, গণফোরাম, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজিপি) এবং ন্যাপ ভাসানীর সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
সারাবাংলা/এজেড/ইআ