Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬০ কিমি বেগে ৯ জেলায় ঝড়ের পূর্বাভাস

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ১৮:১২ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৯:০৭

ঝড়-বৃষ্টির পূর্বাভাস। ছবি: সারাবাংলা

ঢাকা: সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১ টার মধ্যে দেশের নয় জেলায় ঝড় ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এই ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার।

সোমবার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিকেল ২টা ১৫ মিনিট থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে- যশোর, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সারাবাংলা/জেআর/পিটিএম

ঝড় টপ নিউজ পূর্বাভাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর