Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটের ২ কিশোরীকে কক্সবাজারে বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ১৮:১১ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৮:১৩

অভিযুক্ত দম্পতি

সিলেট: ঢাকায় গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে সিলেটের দুই কিশোরীকে কক্সবাজারে নিয়ে বিক্রি করার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) ভোরে অভিযানে পীরের বাজার টিকেরপাড়া এলাকা পরিচালনা করে দুই কিশোরীর প্রতিবেশি শাহনাজ ও তার স্বামী মুরাদ আহমেদ রাজুকে গ্রেফতার করে শাহপরান (রহ.) থানা পুলিশ।

এর আগে রোববার দিবাগত রাতে ভুক্তভোগী এক কিশোরীর মা শাহপরান থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন।

এসএমপির শাহপরাণ থানা পুলিশ জানায়, ঢাকায় গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতিবেশী শাহনাজ ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু দুই কিশোরীকে কক্সবাজার পাঠান। সেখানে তাদের ছেলে ইমন হোসেন ও মেয়ে পিংকি ওরফে বৃষ্টি মিলে ভিকটিমদের কক্সবাজারে দুটি হোটেলে ১৫ দিন আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করেন। পরবর্তীতে দুই কিশোরী সিলেটে ফিরে এসে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

বিজ্ঞাপন

সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার স্বামী-স্ত্রীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/এইচআই

চাকরির প্রলোভন পতিতাবৃত্তি মানবপাচার স্বামী-স্ত্রী গ্রেফতার