Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ১৮:২৯ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ২১:০৯

দৈনিক প্রথম আলো পত্রিকায় ছাপানো ঈদ শুভেচ্ছা কার্টুনে ‘ঈদ মোবারক’ লেখা।

ঢাকা: ঈদ শুভেচ্ছা কার্টুনে ‘ঈদ মোবারক’ লেখার পাশে কুকুরের ছবি ব্যবহারে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। এতে পত্রিকার সম্পাদক, প্রকাশক ও গ্রাফিক্স ডিজাইনারকে আসামি করা হয়।

সোমবার (২৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালতে নজরুল ইসলাম নামে এক ব্যক্তি এ আবেদন করেন।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী নাহিদুল ইসলাম জানান, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। এ বিষয়ে আদেশের জন্য আগামী ৪ মে দিন ধার্য করেছেন আদালত।

মামলার আবেদনে বলা হয়, গত ৩০ মার্চ পত্রিকার প্রথম পাতার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কলামের হেডলাইনে ঈদ মোবারক নামক একটি ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে প্রথম আলো। যা কুকুরের ছবি সম্বলিত। ওই ব্যাঙ্গাত্মক কার্টুনের মাধ্যমে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে। একটি জাতীয় পত্রিকা মুসলিম ধর্মের ঈদের মতো পবিত্র ইবাদতকে কটাক্ষ করতে দ্বিধা করেনি। একটি কুকুরের ললুপ হাস্যরসাত্মক কার্টুনের সঙ্গে মানুষের আনন্দকে চিত্রায়িত করে ঈদের পবিত্রতা ও মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিকে চরমভাবে অবমাননা করে। এই কাজটি হেয় বা ঘৃণ্য প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।

আসামিরা স্বেচ্ছায়, স্বজ্ঞানে, ইচ্ছাকৃতভাবে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে নিজেদের পত্রিকায় চিত্রায়িত ব্যাঙ্গাত্মক কার্টুন চিত্রের মাধ্যমে পবিত্র ইবাদতকে অবমাননা করেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

সারাবাংলা/আরএম/এনজে

ঈদ শুভেচ্ছা কার্টুন প্রথম আলো মামলার আবেদন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর