Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বৈঠকে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ১৮:২৬ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ২১:০৯

বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বৈঠক

ঢাকা: চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির লিয়াজোঁ কমিটি।

সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

বাংলাদেশ পিপলস পার্টির সভাপতি নাজমা আক্তারের নেতৃত্বে বৈঠকে অংশ নিয়েছেন দলটির ৮ জন শীর্ষ নেতা।

বিএনপি নেতৃত্ব দিচ্ছেন দলটির লিয়াজোঁ কমিটি প্রধান ও স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

১৭ এপ্রিল থেকে সমমনা ও যুগপৎ আন্দোলনের সঙ্গী দলগুলোর লিয়াজোঁ কমিটির সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপির লিয়াজোঁ কমিটি। এরইমধ্যে ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, এনডিএম, গণঅধিকার পরিষদ, এলডিপি, বাংলাদেশ লেবার পার্টি, বামগণতান্ত্রিক জোট, গণফোরাম, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজিপি), ন্যাপ ভাসানী এবং আমজনতার দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এইচআই

বাংলাদেশ পিপলস পার্টি বিএনপি বৈঠক লিয়াজোঁ কমিটি

বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস সহনীয়
৫ জুলাই ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর