Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী-সতীন পলাতক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ১৮:৩২

প্রতীকী মরদেহ

যশোর: যশোরের মণিরামপুরে ধানের চাতালঘর থেকে স্বরুপজান (৪৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী-সতীন পলাতক রয়েছেন।

সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত স্বরুপজান চাতাল মালিক আব্দুর রশিদ মিন্টুর দ্বিতীয় স্ত্রী। তিনি চাতালে শ্রমিকের কাজ করতেন।

পুলিশ জানায়, আব্দুর রশিদ মিন্টুর দ্বিতীয় স্ত্রী স্বরুপজানের সঙ্গে প্রথম স্ত্রী সুমা পারভীনের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। পারিবারিক বিরোধের কারণে স্বরুপজান চাতালঘরের পাশে ছোট একটি ঘরে একা থাকতেন। সকালে সতিনের মেয়ে ফাতেমা খাতুন দেখেন ঘরের দরজা খোলা, স্বরুপজানের বিবস্ত্র গলাকাটা মরদেহ। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটর পর থেকে নিহতের স্বামী আব্দুর রশিদ মিন্টু, সতীন সুমা পারভীনসহ পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও দোষীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

সারাবাংলা/এসআর

গলাকাটা মরদেহ উদ্ধার গৃহবধূর মরদেহ স্বামী-সতীন পলাতক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর