Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএসপিএবি নির্বাচন: একক পূর্ণাঙ্গ প্যানেল ‘আইএসপি ইউনাইটেড’

সিনিয়র করেসপন্ডেন্ট 
২৮ এপ্রিল ২০২৫ ১৮:৪৯ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ২১:০৯

ঢাকা: দেশের ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ‘আইএসপি ইউনাইটেড’ নামে একক পূর্ণাঙ্গ প্যানেল আত্মপ্রকাশ করেছে।

প্যানেলটির নেতৃত্ব দিচ্ছেন আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম. এ. হাকিম (মোহাম্মদ আমিনুল হাকিম)। সাধারণ সদস্য ক্যাটাগরিতে নির্বাচন করা এই প্যানেলের মধ্যমনি হিসাবে রয়েছেন শীর্ষ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক।

বিজ্ঞাপন

রোববার (১৭ এপ্রিল) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন বোর্ড। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মাদ আলী এবং অপর দুই সদস্য রাহিব হোসেন ও এরশাদ হোসেন সই করা চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, নির্বাচনে এবার ১৩টি পরিচালক পদের বিপরীতে লড়ছেন ২৪ জন। সাধারণ সদস্য ক্যাটাগরিতে ৯ পদের বিপরীতে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সহযোগী সদস্যদের মধ্যে ৪ পদের বিপরীতে লড়বেন ১০ জন।

আরও পড়ুন-আইএসপিএবি নির্বাচনে ১৩ পদে ২৪ প্রার্থী

জানা যায়, আগামী ১৭ মে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ সদস্যদের মধ্যে মোট ২৬৩ ও সহযোগী সদস্যদের মধ্যে ৫৯৯ জন ভোটার রয়েছেন।

এদিকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরই সাধারণ সদস্য শ্রেণিতে একক প্যানেল হিসেবে ভোটে একাট্টা হয়েছেন ৯ জন প্রার্থী। ‘আইএসপি ইউনাইটেড’ নামের এই প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন আইএসপিএবির সাবেক সভাপতি ও আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম. এ. হাকিম। এরই মধ্যে প্যানেলটির পক্ষ থেকে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়েছে। সেখানে ৯ জনের কেন্দ্রে রয়েছেন আইএসপিএবির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক।

বিজ্ঞাপন

এ ছাড়াও ইউনাইটেড আইএসপি প্যানেলে রয়েছেন বর্তমান কমিটি সাধারণ সম্পাদক ও কেএস নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম ভূঁঞা। একইভাবে একসময়ে একাধিকবার আইসপিএবি’র কার্যনির্বাহী কমিটিতে ছিলেন অপর প্রার্থী মঈন উদ্দিন আহমেদ (সিইও, রেড ডাটা (প্রা.) লিমিটেড)।
পাশাপাশি বর্তমান ইসি থেকে এই প্যানেলের প্রার্থী হয়েছেন অন্তরঙ্গ ডট কম লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান সুজন এবং সার্কেল নেটওয়ার্ক সিইও মাহবুব আলম রাজু। টিম আইএসপি উইনাটেডের হয়ে প্রথমবারের মতো প্রার্থী হয়েছেন মাজেদা নেটওয়ার্কস লিমিটেডের চেয়ারম্যান নেয়ামুল হক খান, ইনভেনশন টেকনোলজিস লিমিটেডের সিটিও মো. মিঠু হাওলাদার এবং ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান রাজন।

প্যানেল প্রধান আমিনুল হাকিম বলেছেন, আমাদের টিম গঠিত হয়েছে একদল অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল পেশাদার নিয়ে, যারা ইন্টারনেট শিল্পে বহু বছরের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন এবং এই খাতের টেকসই উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা বিশ্বাস করি, সম্মিলিত দক্ষতা, অভিজ্ঞতা এবং দায়বদ্ধ নেতৃত্বের মাধ্যমে একটি সমৃদ্ধ, শক্তিশালী ও ভবিষ্যতমুখী আইএসপি ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব। আমরা নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে সদস্যদের স্বার্থ সংরক্ষণ ও ইন্ডাস্ট্রির অব্যাহত অগ্রযাত্রা নিশ্চিত করা যায়। আমরা কথা দিচ্ছি, সকল সদস্যের সম্মান ও অধিকার রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

আইএসপি ইউনাইটেড আইএসপিএবি আইএসপিএবি নির্বাচন নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর