‘বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম’!
২৮ এপ্রিল ২০২৫ ১৯:২২ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ২১:০৯
ঢাকা: ‘বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের জন্মদিনে তাকে এভাবেই শুভেচ্ছা জানালেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সোমবার (২৮ এপ্রিল) বিকেলে নাহিদ ইসলামের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা লিখেন তিনি। পোস্টের সঙ্গে একফ্রেমে দু’জনের একটি ছবিও জুড়ে দেন হাসনাত।
ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ লিখেন, ‘শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।’
উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। আন্দোলন-পরবর্তী গঠিত অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন তিনি। পরবর্তীতে উপদেষ্টার পদ ছেড়ে দিয়ে গঠন করেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বর্তমানে এ দলের আহ্বায়ক হিসেবে রয়েছেন।
এদিকে ইতোমধ্যেই হাসনাত আবদুল্লাহ’র পোস্টটি ভাইরাল হয়ে পড়েছে। পোস্টটিকে ঘিরে বিভিন্ন ধরনের মন্তব্যও করছেন অনেকে।
এর মধ্যে পোস্টের কমেন্টে মো. বাবু নামের একজন লেখেন, ‘শুভ জন্মদিন, বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম! ভবিষ্যতে তো আপনিই হবেন আমাদের দেশ সেরা হিরো, যে এক হাতে দেশের উন্নতি আর আরেক হাতে কেক কাটবেন!’
রহমাতুল্লাহ লেখেন, ‘নাহিদ ভাইয়ের হাতে পড়লে বাংলাদেশ নিরাপদে থাকবে।’
জাহেদুল হক মানিক লেখেন, ‘জীবনের প্রতিটি পদক্ষেপ হোক নিরাপদ ও বরকতময়। শুভ জন্মদিন।’
পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। নেটিজেনদের অনেকে প্রশংসা করলেও কেউ কেউ ভিন্ন মন্তব্যও করেছেন।
নূরে আলম পারভেজ নামে একজন লিখেছেন, ‘অনলাইন পার্টি তো, ফেসবুকে প্রধানমন্ত্রী হতে পারে এটা অস্বাভাবিক কিছু নয়।’
পারভেজ হোসেন নামে আরেকজন মন্তব্য করেছেন, ‘তেলবাজি করতে গিয়েই নাহিদকে প্রধানমন্ত্রী বললেন হাসনাত।’
মাহবুব সোহাগ লিখেন, ‘শুভ জন্মদিন। জুলাই বিপ্লবে যেমন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ভবিষ্যতেও সবকিছুর ঊর্ধ্বে গিয়ে যদি সঠিক পথে দেশ পরিচালনায় যোগ্য হন তবে আমরাও আপনাদের সমর্থন করে যাবো।
সারাবাংলা/আরএম/আরএস