Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালত চত্বরে সাবেক আইনমন্ত্রীকে কিল-ঘুষি

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ১৯:২২ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ২১:০৯

আদালত চত্বরে উপস্থিত জনতার কিল-ঘুষির শিকার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।

ঢাকা: নারায়ণগঞ্জে আদালত চত্বরে আইনজীবীসহ স্থানীয় জনতার কিল-ঘুষির শিকার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

আদালত সূত্র জানায়, এদিন জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদরাসাছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় আনিসুল হকের সাতদিনের রিমান্ড চায় তদন্তকারী সংস্থা সিআইডি। পরে তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালত। পরে এজলাস থেকে বের করার সময় তাকে চড়-থাপ্পড় মারেন কয়েকজন। তবে দ্রুত দৌড়ে তাকে নিরাপদ স্থানে নিয়ে যায় পুলিশ। এরপর প্রিজনভ্যানে তুলে সাবেক এই আইনমন্ত্রীকে নারায়ণগঞ্জ কারাগারে নেওয়া হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় গুলিবিদ্ধ হন হাফেজ সোলাইমান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি বানিয়ে মামলা করেন নিহতের বোনজামাই শামীম কবির। এছাড়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, দীপু মনি, আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি শামীম ওসমানসহ ৫১ জনকে আসামি করা হয়।

সারাবাংলা/আরএম/এনজে

আদালত কিল-ঘুষি সাবেক আইনমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর