Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর যাত্রাবাড়ী থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ১৯:৩৩

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকা থেকে হুমায়ুন কবির (৪০) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮এপ্রিল) দুপুরে যাত্রাবাড়ীর দয়াগঞ্জ বটতলা এলাকার বাসার সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হুমায়ুন কবির পটুয়াখালীর বাউফল উপজেলায় মৃত সিরাজ হাওলাদার ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গাড়ি চালক ছিলেন। এ পুলিশ সদস্য স্ত্রী ও দুই সন্তান নিয়ে দয়াগঞ্জে ভাড়া বাসায় থাকতেন।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক বলেন, খবর পেয়ে পুলিশ কনস্টেবল হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা /এসএসআর/এসআর

কনস্টেবলের মরদেহ উদ্ধার পুলিশ মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

লড়াই শেষ হয়নি: নাহিদ
২ জুলাই ২০২৫ ১৮:৩২

আরো

সম্পর্কিত খবর