Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিমান্ডে রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কেরামত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ১৯:৫৪ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৯:৫৬

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ।

রাজবাড়ী: রাজবাড়ীর বড়পুলে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে রাজবাড়ী সদর থানায় করা একটি মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে জেলার গোয়ালন্দ মোড়ে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে আরেকটি মামলায় তাকে ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে মামলার শুনানির জন্য কাজী কেরামত আলীকে রাজবাড়ী সদর আমলী আদালতে তোলা হয়। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তামজিদ আহমেদ এ আদেশ দেন।

রাজবাড়ী কোর্ট পুলিশ পরিদর্শক (সদর কোর্ট) মো. জসীম উদ্দিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর রাজবাড়ী সদর থানায় জিসান খানের দায়ের করা মামলায় কাজী কেরামত আলীকে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত শিকদার গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে ২০২৪ সালের ৩০ আগস্ট রাজবাড়ী সদর থানায় রাজিব মোল্লার দায়ের করা মামলায় কেরামত আলীর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিকাঈল হোসেন।

কাজী কেরামত আলীর পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ৬ এপ্রিল রাতে কাজী কেরামত আলীকে রাজধানীর মহাখালী এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরদিন ৭ এপ্রিল দুপুর পৌনে ১২টার দিকে তাকে রাজবাড়ী সদর আমলী আদালতে তোলা হলে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তামজিদ আহমেদ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি এ মামলায় জেলা কারাগারে আছেন। সোমবার (২৮ এপ্রিল) একই অপরাধের আরও একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

রিমান্ড সাবেক এমপি

বিজ্ঞাপন

গরমে আরামের পানীয়
২৮ এপ্রিল ২০২৫ ১৯:৩৮

আরো

সম্পর্কিত খবর