Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ২০:৩৪ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ২২:৪৯

ভ্যানচালক মো. হাসান শেখের মরদেহ মাছের ঘেরে ভেসে ছিল।

বাগেরহাট: নিখোঁজের তিনদিন পর বাগেরহাটের মোংলা উপজেলার উত্তর মালগাজী গ্রামের ভ্যানচালক মো. হাসান শেখের (১৭) মরদেহ মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে মোরেলগঞ্জের বারইখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তাফালবাড়ি গ্রামের একটি মাছের ঘের থেকে মরদেহ উদ্ধার করা হয়।

হাসান শেখ উপজেলার উত্তর মাল গাজী গ্রামের হাসেম শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয়রা ওই মাছের ঘেরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খরব দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এর আগে, গত ২৫ এপ্রিল সন্ধ্যায় হাসান নিখোঁজ হন।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব আল রশিদ জানায়, মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো