Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিডিকলিং অ্যাকাডেমিতে চালু হলো ‘বেসিক ইংলিশ কমিউনিকেশন্স’ কোর্স

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ২০:৩৩

ঢাকা: বিডিকলিং একাডেমি তাদের নতুন ইনোভেটিভ কোর্স ‘বেসিক ইংলিশ কমিউনিকেশন্স’ চালু করেছে, যা তরুণদের দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য আইটি ও ইংরেজি ভাষায় দক্ষতা উন্নয়নের লক্ষ্য নিয়ে শুরু করা হয়েছে।

তথ্যপ্রযুক্তি খাতে সফল ক্যারিয়ার গড়তে আইটি দক্ষতার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিডিকলিং অ্যাকাডেমি এই বিষয়টি মাথায় রেখে তরুণদের জন্য একটি সম্পূর্ণ নতুন কোর্স অফার করছে, যা তাদের ইংরেজি ভাষায় মৌলিক দক্ষতা বৃদ্ধি করবে এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করার জন্য প্রস্তুত করবে।

সোমবার (২৮ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোর্সটিতে থাকছে ইংরেজি শব্দভাণ্ডার (ভোকাবুলারি) সমৃদ্ধকরণ, উচ্চারণ ও সঠিক প্রয়োগের কৌশল, বাক্য গঠনের নিয়ম, দৈনন্দিন কথোপকথন। এছাড়া সামাজিক যোগাযোগের দক্ষতা এবং নিয়মিত অনুশীলনের সুযোগও থাকছে কোর্সের আওতায়। তিন মাস মেয়াদি এই কোর্সের ক্লাস হবে প্রতি শুক্রবার ও শনিবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত। নির্ধারিত কোর্স ফিতে থাকছে আকর্ষণীয় ছাড়।

বিডিকলিং অ্যাকাডেমির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) রনি সাহা বলেন, ‘আইটি সেক্টরে সফল হতে হলে ইংরেজি ভাষায় দক্ষতা থাকা অত্যন্ত প্রয়োজন। আমাদের বেশিরভাগ শিক্ষার্থী ইংরেজি ভাষায় কিছুটা দুর্বল। যারা ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য ইংরেজি শেখা অপরিহার্য। সেজন্যই আমরা এই কোর্সটি চালু করেছি, যাতে তারা সহজেই আন্তর্জাতিক বাজারে কাজ করতে পারে।’

তিনি আরও বলেন, ‘২০১৩ সালে একটি কম্পিউটার দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করা বিডিকলিং আজ প্রায় আড়াই হাজার কর্মী নিয়ে দেশের শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। আমরা আগামী দিনে আইটি খাতে আরও বিশাল কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা হাতে নিয়েছি।’

আইটি দক্ষতার মাধ্যমে বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিডিকলিং একাডেমির অবদান প্রশংসনীয়। ২০২৪ সালে প্রায় ৫ হাজার শিক্ষার্থীকে আইটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাদের মধ্যে ৩ হাজারেরও বেশি শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেয়েছেন। এদের মধ্যে ৫০০ শিক্ষার্থীকে শতভাগ স্কলারশিপ প্রদান করা হয়েছে।

বিডিকলিং অ্যাকাডেমি ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি, ইউআই/ইউএক্স ডিজাইনসহ ৬০টিরও বেশি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছে।

সারাবাংলা/ইএইচটি/এনজে