Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় গড়াই নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ২০:৪৫ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ২০:৫২

কুষ্টিয়ায় সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া: কুষ্টিয়ার গড়াই নদীর ওপর ঘোড়াইঘাট থেকে বড়বাজার সংযোগ সেতু স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় গড়াই নদীতে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।

এ সময় বক্ত্যরা বলেন, এই গড়াই নদীর ওপরে একটি সেতু নির্মাণ হলে কয়া, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ, সাদিপুর ও নন্দলালপুরসহ ৪টি ইউনিয়নের কয়েকলাখ মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি জীবনমানের ব্যাপক উন্নয়ন ঘটবে। তাই অবিলম্বে গড়াই নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানান।

সারাবাংলা/এইচআই

গড়াই নদী মানববন্ধন সেতু নির্মাণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর