Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে আইনি নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ২০:৫৭ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ২২:৪৯

বিএনপি নেতা ইশরাক হোসেন

ঢাকা: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে তার নামে প্রকাশিত গেজেট ও শপথ পরিচালনা থেকে বিরত থাকতে বলা হয়।

সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী মো. মনিরুজ্জামান। এরআগে রোববার (২৭ এপ্রিল) রাতে ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট (সংশোধনী বিজ্ঞপ্তি) প্রকাশ করে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

আইনজীবী মনিরুজ্জামান বলেন, ‘গেজেট প্রকাশের আগেই দুই নাগরিকের পক্ষে রোববার এ নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু রাতেই নোটিশ জারি করে নির্বাচন কমিশন। এখন পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হবে সেটি নোটিশদাতাদের সঙ্গে কথা বলে জানানো হবে।’

তিনি বলেন, ‘যথাযথা প্রক্রিয়া না মেনেই তড়িঘড়ি করে এই রায়টি দেওয়া হয়েছে। এ আদেশকে ইসি চ্যালঞ্জ করবে বলে আমরা মনে করেছিলাম। কিন্তু সেটি না করে গেজেট জারি করল। এছাড়া ট্রাইব্যুনাল এমন কোনো আদেশ দিতে পারেন না। কেননা এখানে টার্ম শেষ হয়ে গেছে। অর্থাৎ অধ্যাদেশের মাধ্যমে মেয়র পদ শূন্য করে দেওয়া হয়েছে।

এর আগে, ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

এরপর রোববার রাজধানীর কাকরাইলের বাসিন্দা মো. রফিকুল ইসলাম ও মো. মামুনুর রশিদের পক্ষে স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম ও মো. ইশরাক হোসেন বরাবর নোটিশ পাঠান আইনজীবী মনিরুজ্জামান।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর