Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াবে ভারতের ২ কোটি শিখ’

আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫ ২১:০৭ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ২১:১০

পাঞ্জাবের খালিস্তান আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুন

পাঞ্জাবের খালিস্তান আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুন ঘোষণা দিয়ে বলেছেন, ভারতের যেকোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াবে পাঞ্জাবের ২ কোটি শিখ সম্প্রদায়। সেনাবাহিনীকে পাকিস্তান আক্রমণের জন্য পাঞ্জাবকে পথ হিসেবে ব্যবহার করতে বাধা দেবেন তারা।

রোববার (২৭ এপ্রিল) দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক ভিডিও বার্তায় গুরপতবন্ত সিং বলেন, ‘দুই কোটি শিখ সম্প্রদায় পাকিস্তানের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভেতর দিয়ে পাকিস্তানের দিকে সামরিক অভিযান চালাতে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘আমরা দুই কোটি শিখ পাকিস্তানের পক্ষে এক প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি’। একইসঙ্গে তিনি ভারতের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের কঠোর সমালোচনা করে বলেন, ‘ভারতে বিশেষ করে শিখদের প্রতি যে দমননীতি চলছে, তা আজ গোটা বিশ্ব দেখছে’।

এদিকে কাশ্মির ইস্যুতে চলমান উত্তেজনাকর পরিস্থিতি প্রসঙ্গে পান্নুন বলেন, ‘এখন ১৯৬৫ বা ১৯৭১ সাল নয়, এটা ২০২৫। পরিস্থিতি পালটে গেছে’।

এ সময় পাকিস্তানের নামের তাৎপর্য উল্লেখ করে তিনি বলেন, ‘পাকিস্তান’ শব্দের অর্থই পবিত্রতা। আমাদের ঐতিহ্য হলো, আমরা কখনো আগ্রাসন শুরু করি না, করবোও না’।

ভারতীয় নেতৃত্বের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে পান্নুন বলেন, ‘যে আক্রমণ করে, সে টেকে না — সেটা ইন্দিরা গান্ধীই হোক, নরেন্দ্র মোদি হোক বা অমিত শাহ’। পাশাপাশি, তিনি জানান, ‘আমরা মোদি, অজিত ডোভাল, অমিত শাহ ও এস জয়শঙ্করকে আন্তর্জাতিক আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করব’।

এ ছাড়াও পান্নুন দাবি করেন, ভারতের পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলা আসলে ভারতীয় সরকারের একটি ‘লোক দেখানো’ আক্রমণ। ভারত এর মাধ্যমে নিজেদের হিন্দু নাগরিকদেরই হত্যা করেছে রাজনৈতিক সুবিধা ও নির্বাচনি লাভের উদ্দেশ্যে।

বিজ্ঞাপন

পান্নুনের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ভারতীয় উপমহাদেশে আঞ্চলিক উত্তেজনা চরমে। আর এর ফলে ভারতে রাষ্ট্রীয় মদদে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ আরও জোরালো হয়েছে।

সারাবাংলা/এইচআই

টপ নিউজ পাকিস্তান ভারত শিখ সামরিক আগ্রাসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর