Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ২১:৩০

খুলনা: খুলনায় গাছ থেকে পড়ে মো. আরিফুল ইসলাম (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৫ টার দিকে রূপসা উপজেলার আইচগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক একই উপজেলার জাবুসা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার আইচগাতি এলাকায় ওয়াজ মাহফিল হওয়ার কথা। এ উপলক্ষ্যে আশপাশের এলাকায় মাইক সংযোগের কাজ চলছিল। বিকেলে আরিফ একটি গাছে উঠে সংযোগের কাজ করার সময় ঝড় ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের শব্দে ভয়ে তিনি গাছ থেকে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা জেনারেল হাসপাতাল নিয়ে যায়। অবস্থার অবনতিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, আরিফের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

সারাবাংলা/এসআর

খুলনা গাছ থেকে পড়ে মৃত্যু যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর