Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুবি সাংবাদিক সমিতির সভাপতি রমিন, সম্পাদক মিরাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ২১:৪৩

সভাপতি রমিন ও সম্পাদক মিরাজ

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১১ সদস্যের এই কমিটিতে দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আলকামা রমিন সভাপতি ও দৈনিক কালের কন্ঠের মো. মিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক ভবনস্থ সমিতির নিজ কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মো. খসরুল আলম।

বিজ্ঞাপন

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি এইচ এম মাসুম হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক অর্ক মন্ডল, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা, দফতর সম্পাদক ইব্রাহিম খলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হাসিবুল ইসলাম। কমিটির সদস্যরা হলেন— মো. মারুফ আহম্মেদ, ফাহাদ খন্দকার ও রাতুল খান।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন— বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হাসান মাহমুদ সাকি।

ফলাফল ঘোষণার সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত এবং সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসআর

খুবি সাংবাদিক সমিতি খুলনা সভাপতি রমিন সম্পাদক মিরাজ