Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

লোকাল করসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ২২:০৬

নিহত কৃষকের মরদেহ

বেনাপোল: যশোরের শার্শায় বজ্রপাতে আমির হোসেন (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বৃষ্টির মধ্যে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

নিহত আমির হোসেন উপজেলার বেড়ী নারায়ণপুর গ্রামের কোরমান আলীর ছেলে।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাজিব হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহত কৃষকের বাড়িতে গিয়েছি। ওই কৃষক পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করতে সকলকে পরামর্শ দেন ইউএনও।

সারাবাংলা/এসআর