শার্শায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
লোকাল করসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ২২:০৬
২৮ এপ্রিল ২০২৫ ২২:০৬
বেনাপোল: যশোরের শার্শায় বজ্রপাতে আমির হোসেন (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বৃষ্টির মধ্যে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
নিহত আমির হোসেন উপজেলার বেড়ী নারায়ণপুর গ্রামের কোরমান আলীর ছেলে।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাজিব হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহত কৃষকের বাড়িতে গিয়েছি। ওই কৃষক পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করতে সকলকে পরামর্শ দেন ইউএনও।
সারাবাংলা/এসআর