প্রাথমিকের প্রধান শিক্ষকরা পাচ্ছেন ১০ম গ্রেড, সহকারী শিক্ষকরা ১২তম
২৮ এপ্রিল ২০২৫ ২২:২৮ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০০:০৯
ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ বাড়িয়ে ১০ম করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১২তম করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে গঠিত পরামর্শক কমিটির সুপারিশ এবং আদালতের রায় মেনে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সূত্রে জানা গেছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমেদকে প্রধান করে গঠন করা হয় ‘প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে গঠিত পরামর্শক কমিটি’। ওই কমিটি গত ফেব্রুয়ারি মাসে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শতাধিক সুপারিশ করে প্রতিবেদন জমা দেয়। কমিটির সুপারিশে সহকারী শিক্ষক পদ বিলুপ্ত করে শুরুর পদ শিক্ষক করার সুপারিশ করে। সেখানে শিক্ষক হিসেবে শুরুতে বেতন গ্রেড হবে ১২তম আর মূল বেতন হবে ১১ হাজার ৩০০ টাকা। এর সঙ্গে অন্যান্য সুবিধা যোগ হবে। এর পর দুই বছর পর চাকরি স্থায়ীকরণ ও আরও দুই বছর পর পদোন্নতি পেয়ে তারা সিনিয়র শিক্ষক হবেন। তখন তাদের বেতন গ্রেড হবে ১১তম। পাশাপাশি কমিটি প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড থেকে বাড়িয়ে ১০ম গ্রেড করার সুপারিশ করেছে।
কমিটির সুপারিশ অনুযায়ী পদক্ষেপ নিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের জনবল কাঠামোতে সরকারি প্রাথমিক বিদ্যালয়েন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সুপারিশ করা উন্নীত গ্রেডে অন্তর্ভুক্ত করার জন্য বেতন স্কেল উন্নীতকরণের চেকলিস্ট অনুযায়ী প্রস্তাব দিতে অধিদফতরকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। সম্প্রতি এসংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে।
কমিটির সুপারিশ ছাড়াও উচ্চ আদালতের রায়ে প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেড করতে বলা হয়েছে। তাই কমিটির সুপারিশ ও আদালতের রায় মেনে উদ্যোগ নিতে যাচ্ছে মন্ত্রণালয়। সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, নিয়ম অনুযায়ী প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে প্রস্তাব পাঠানো হবে, এর পর সে অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে
উল্লেখ্য, সরকারি হিসেবে দেশে বর্তমানে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা পৌনে ৪ লাখ। এদের মধ্যে প্রধান শিক্ষকরা এখন ১১তম গ্রেডে বেতন পান, আর সহকারী শিক্ষকেরা পান ১৩তম গ্রেডে।
সারাবাংলা/জেআর/পিটিএম
টপ নিউজ প্রধান শিক্ষম ১০ম গ্রেড সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১২তম