শরীয়তপুরে বজ্রপাতে নারীর মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ২২:৩৫
২৮ এপ্রিল ২০২৫ ২২:৩৫
শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে বজ্রপাতে সেফালী বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার সখিপুর ইউনিয়নের বেপারীকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকেলে সেফালি ও তার স্বামী গরুর জন্য ঘাস আনতে মাঠে যায়। এসময় আকস্মিক বজ্রপাতে সেফালী বেগমের মৃত্যু হয়।
সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ওবায়দুল হক বজ্রপাতে এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
সারাবাংলা/এসআর