ঢাকায় ৮ মিলিমিটার বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৫ ২৩:১৩ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ২৩:১৯
ঢাকা: শুধু রাজধানী ঢাকাতেই ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬ ঘণ্টায় হওয়া বৃষ্টিপাতে কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা হয়েছিল বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবারও (২৯ এপ্রিল) এই পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে রাজধানী ঢাকাসহ ৬ বিভাগে হতে পারে বজ্রঝড়, অন্য দুই বিভাগের ওপর দিয়ে বয়ে যেতে পারে দমকা হাওয়া বলেও জানিয়েছে অধিদফতর।
সোমবার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন স্থানে থেমে থেমে ছয় ঘণ্টা ধরে ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চলতি সপ্তাহ জুড়েই বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা কম থাকবে।

ঝড়-বৃষ্টির পূর্বাভাস। ছবি: সারাবাংলা
এদিকে মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাস বলছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য কমতে পারে। বুধবার (৩০ এপ্রিল) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি হতে পারে। এ সকল এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আর বৃহস্পতিবার (১ মে) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রায় কোনো পরিবর্তন নেই।
সারাবাংলা/জেআর/এইচআই