Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র অধিকার নেতার বিরুদ্ধে নারী হেনস্তার অভিযোগ

তিতুমীর কলেজ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

সরকারি তিতুমীর কলেজে সুরাইয়া তাবাসসুম নামের এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ উঠেছে কলেজ ছাত্র অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক সবুজ মাদবরের বিরুদ্ধে।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে কলেজের শহীদ বরকত মিলনায়তনের সামনে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তাবাসসুম।

জানা গেছে, অভিযুক্ত সবুজ মাদবরের সঙ্গে সেন্ট্রাল বিশ্বিবদ্যালয় দাবিতে তিতুমীরের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন অভিযোগকারী সুরাইয়া ও তার সহপাঠী সানজু। পরে সুরাইয়া ও সানজু সেখান থেকে বের হয়ে তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন। সবুজ মাদবর তথ্য ফাঁসের অভিযোগ এনে তাদেরকে হেনস্তা করেছেন বলে অভিযোগ অভিযোগকারীর।

হেনস্তার শিকার শিক্ষার্থী সুরাইয়া তাবাসসুম বলেন, আমি এবং আমার সহপাঠী সানজু শহীদ বরকত মিলনায়তনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তখন সবুজ মাদবর ভাই আমাদেরকে ডাক দেন। তিনি আমাদেরকে ডেকে নিয়ে বলতে থাকেন আমরা নাকি সেন্ট্রাল বিশ্বিবদ্যালয়ের তথ্য ফাঁস করেছি। আমি বললাম আমি এমন কিছুই করি নাই। তিনি এসময় আমাকে বিভিন্ন ধরনের বাজে ট্যাগ দেয়ার পাশাপাশি অকথ্য-অশ্রব্য ভাষায় যাচ্ছে-তাই বলতে থাকেন। একপর্যায়ে তিনি আমাদেরকে গালাগালি করেন এবং আমাদের উপর আক্রমনাত্মক হওয়ার চেষ্টা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী সুরাইয়া তাবাসসুমের সহপাঠী সানজু বলেন, সবুজ মাদবর ভাই সুরাইয়াকে ডাক দেন ‘ওই মেয়ে এইদিকে আসো’ বলে। আমাদেরকে ডেকে নিয়ে বলেন তোমরা গুপ্তচর। তোমরা ফোনে তথ্য রের্কড করে করে ফাঁস করো। তখন আমরা বললাম এমন কিছুই করি নাই আমরা। পরে উনি অনেক খারাপ ভাষায় আমাদের সাথে কথা বলেন। এক পর্যায়ে উনি আমাদেরকে মারতেও আসেন।

বিজ্ঞাপন

সবুজ মাদবর

এই বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে ছাত্র অধিকার পরিষদ নেতা সবুজ মাদবর বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমি ওদেরকে এমন কিছুই বলি নাই। আমি শুধু ওদের সাথে কথা বলেছি। ওরা আমার বিরুদ্ধে যেই অভিযোগ এনেছে যদি প্রমাণ করতে পারে আমি যেকোন শাস্তি মাথা পেতে নিবো। যদি প্রমাণ না করতে পারে তাহলে আমি তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিবো।

এই বিষয়ে জানতে চাইলে ছাত্র অধিকার পরিষদ সরকারি তিতুমীর কলেজে শাখার সাধারণ সম্পাদক এইচ আর হাবিব বলেন, ঘটনাটি আমরাও শুনেছি কিন্তু ঘটনার সত্যতা কতটুকু সেটা তো এখনো বলতে পারছি না। আমরা বিষয়টা দেখছি। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমরা সাংগঠনিক ব্যাবস্থা নিবো।

উল্লেখ্য, সবুজ মাদবর সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের তিতুমীর কলেজ প্রতিনিধি এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তিতুমীর কলেজ শাখার সহ- সাংগঠনিক সম্পাদক।

সারাবাংলা/এমআর/এসএইচএস

ছাত্র অধিকার পরিষদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর