Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডক্টর ইউনূসকে নিয়ে নেতিবাচক স্ট্যাটাস শেয়ার সারজিসের

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ০৯:০৬ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১১:৪৭

সারজিস আলম ও ড. মুহাম্মদ ইউনূস।

ঢাকা: ‘ড. মুহাম্মদ ইউনূস রেড লাইন ক্রস করেছেন’ এমন বাক্য সম্বলিত সাদিকুর রহমান নামক এক ব্যক্তির ফেসবুক স্ট্যাটাস তার নিজ পেইজে শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে ওই স্ট্যাটাস শেয়ার করেন সারজিস আলম।

ওই স্ট্যাটাসে লেখা হয়, ‘ডক্টর ইউনূস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন। উনি বলেছেন, আওয়ামী লীগ ইলেকশনে আসবে কি না, এইটা তারা ডিসিশন নেবে। এই কথা বলার কোনো অধিকার ডক্টর ইউনূসের নাই। কারণ, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সেই ডিসিশন এই দেশের মানুষ নেবে।’

‘৫ আগস্ট মানুষ আওয়ামী লীগের ব্যাপারে তাদের ডিসিশন জানাইয়া দিছে। তারপরও যদি আরও প্রয়োজন হয় গণভোট হোক। গণভোটে মানুষ বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কি না। বাট কোনোভাবেই আওয়ামী লীগকে এই ডিসিশন নেওয়ার অধিকার দেওয়া যাবে না।’

‘ডক্টর ইউনূসকে মনে রাখতে হবে, তাকে আমেরিকা বা ইউরোপের অ্যাম্বাসি ক্ষমতায় বসায়নি, ক্ষমতায় বসাইছে এই দেশের মানুষ। তাকে এই দেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে, আমেরিকা বা ইউরোপের কথা মতো না।’

‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। এইটা একটা সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে যে বা যারা হেল্প করতে চাইবে, তারাই জুলাই গাদ্দার হিসেবে পরিচিত হবে।’

‘ইউনূস নিজেও যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে, ইউনূসের বিরুদ্ধে দাঁড়াইতে আমরা এক সেকেন্ডও সময় নেব না।’

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

ড. মুহাম্মদ ইউনূস সারজিস আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর