Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতসকালেই ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ০৯:২৭ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১১:৫৮

ছবি: সারাবাংলা

ঢাকা: এই সপ্তাহের শুরুতে বায়ুমানের দিক থেকে রাজধানী ঢাকার অবস্থান মোটামুটি ভালো মানের ছিল। বায়ুদূষণ নিয়ে মাঝারি পর্যায়ে অবস্থান করছিল রাজধানীটি। শীর্ষ ১০ তালিকায় নাম দেখা যায়নি। কিন্তু হঠাৎ করে গতকাল ২৮ এপ্রিল থেকে আবারও বায়ুদূষণের শীর্ষের তালিকায় উঠে আসছে রাজধানী ঢাকা। গতকাল দূষণের তালিকায় সপ্তম অবস্থানে থাকা রাজধানী ঢাকা আজ আছে দ্বিতীয় স্থানে ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে শহরটির বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৭৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।

বিজ্ঞাপন

একই সময়ে ১৮৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এছাড়া ১৫৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, ১৫১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এমন বায়ুতে সব সময় মুখে মাস্ক পরিধান করে বাইরে বের হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক ও গবেষকরা।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর' বায়ুদূষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর