গাজার জনগণের প্রতি মানবিক সহায়তা হামদর্দের, মানবতার পক্ষে ঐতিহাসিক পদক্ষেপ
২৯ এপ্রিল ২০২৫ ১০:৪৯
ঢাকা: গাজা বর্তমানে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি। ইসরাইলী হামলায় গাজার প্রতিটি অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শিশু, নারী, চিকিৎসক, মানবাধিকার কর্মী ও সাংবাদিক কেউই রেহাই পাচ্ছে না। জঘন্যতম মানবিক বিপর্যয়ের মধ্যে গাজা শহরটি মৃত্যুকূপে পরিণত হয়েছে। প্রতিদিন হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন।
এ পরিস্থিতিতে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ গাজার জনগণের প্রতি মানবিক সহায়তা দেওয়ার জন্য এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে।
হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার আহ্বানে শনিবার (২৬ এপ্রিল) হামদর্দের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, হামদর্দের সকল কর্মকর্তা এবং কর্মচারীরা তাদের বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ অনুদান এবং শরবত রুহআফজার বিক্রয়লব্ধ লভ্যাংশ থেকে ফিলিস্তিনের গাজার জনগণের জন্য অর্থ সহায়তা হিসেবে দেবে।
এই অর্থ গাজার জনগণের জন্য জরুরি চিকিৎসাসেবা, খাদ্য সহায়তা, আশ্রয় এবং অন্যান্য মৌলিক প্রয়োজনে কিছুটা হলেও সহায়ক হবে। হামদর্দের এই উদ্যোগ গাজার জনগণের মানবিক সংকটের মধ্যে তাদের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস।
গাজার মানুষের প্রতি হামদর্দের এই মানবিক সহায়তা শুধুমাত্র অর্থের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানবতার পক্ষে দাঁড়ানোর একটি সাহসী পদক্ষেপ।
সারাবাংলা/ইআ