Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈশ্বরদীতে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১০:৪৭

প্রতীকী ছবি

পাবনা: পাবনার ঈশ্বরদীতে বাদশা হোসেন নামের এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) রাতে ঈশ্বরদী উপজেলার উমিরপুর রেল লাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি তাকে অপহরণের পর হত্যা করা হয়েছে।

নিহত বাদশা ঈশ্বরদী উপজেলার পাকশী যুক্তিতলা এলাকার মৃত দেলবার হোসেনের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঈশ্বরদী উপজেলার কাদেরের মোড় এলাকা থেকে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রের মুখে জিম্মি করে বাদশা হোসেনকে তুলে নিয়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঈশ্বরদী পৌর এলাকার উমিরপুর রেল লাইনের পাশ থেকে তার দ্বিখন্ডিত মরদেহ পাওয়া যায়।

বিজ্ঞাপন

ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
২৫ ডিসেম্বর ২০২৫ ০০:১৭

আরো