Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক দলের সমর্থন না পেলে সব কাজ নিষ্ফল হবে: সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১১:২৫ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১২:০৪

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ছবি: সারাবাংলা

ঢাকা: প্রবাসী ভোটিং পদ্ধতি বাছাইয়ে রাজনৈতিক দলসহ সব অংশীজনের সমর্থন ছাড়া এটা বাস্তবায়ন করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, দলের সমর্থন না পেলে ইসির সব ধরনের উদ্যোগ বিফলে পর্যবসিত হবে।

‎মঙ্গলবার (২৯ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অংশীজনের সঙ্গে আয়োজিত সেমিনারের উদ্বোধীন বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছোট পরিসরে হলেও পোষ্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিংয়ের যে কোনো পদ্ধতি চালু করার বিষয়ে উদ্যোগী বর্তমান নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “লাগসই একটা অপশন আমরা চালু করতে চাই। আপনাদের সমর্থন চাই। ছোট পরিসরে হলেও যাত্রা শুরু করতে চাই। রাজনৈতিক নেতারা যদি সমর্থন না দেন আমাদের যত এক্সারসাইজ আছে ইট উইং অল এ্যান্ড ইন ফিউটিলি।”

‎তিনি বলেন, “আজ আমাদের জন্য স্মরণীয় দিন। ইসির এ আয়োজনে এ অনুষ্ঠানে অংশ নেওয়ায় সম্মনিত বোধ করছি। আপনাদের উপস্থিতিতে আমরা মনে করি নির্বাচন কমিশনের সব ধরনের কাজে আপনাদের সমর্থনের পরিচয়।”

‎দল, গণমাধ্যমসহ সবার আগ্রহ ও সমর্থনের কথা তুলে ধরেন সিইসি এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, ‎“আমরা যখন দায়িত্ব নিই প্রথম থেকেই প্রবাসী বাংলাদেশিদের ভোটিং আগামী নির্বাচনে চালু করার বিষয়ে উদ্যোগী হই। আমরাও ওয়াদাবদ্ধ প্রবাসীদের ভোটের বিষয়ে প্রধান উপদেষ্টাও জাতির কাছে একই ওয়াদা করেছেন।”

‎তিনি জানান, প্রবাসীরা যখন করেন বা কথা বলেন তাদের ভোটের ব্যবস্থা করার দাবি জানিয়ে এসেছেন বরাবরই। গণমাধ্যমেও লেখালেখি দেখি, রাজনৈতিক নেতারাও একই বিষয়ে সোচ্চার।

বিজ্ঞাপন

‎“আমরা প্রথম থেকেই এ বিষয় নিয়ে কাজ করছি। ইনহাউজ এক্সারসাইজ করেছি, প্রতিষ্ঠান বিশেষজ্ঞদের সাহায্য সহযোগিতা নিয়েছি। লাগসই অপশন যেটা আমরা ইন্ট্রোডিউস করতে পারি, সেটা বের করার চেষ্টা করা হচ্ছে।”

‎দেশের আর্থ সামাজিক, রাজনৈতিক বাস্তবতা ও লেভেল অব এডুকেশন সব কিছু মিলিয়ে একটা সিদ্ধান্ত নিতে হয় বলে উল্লেখ করে সিইসি বলেন, “আমাদের বিশেজ্ঞরা অক্লান্ত পরিশ্রম করেছেন কয়েক মাস ধরে। কিছু সাজেশন দিয়েছেন। আমাদের সময়ের স্বল্পতা, সীবাবদ্ধতার মধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করে আমরা কি করছি তা তুলে ধরা হচ্ছে। আমরা কী করেছি, কোথায় এসে দাঁড়িয়েছি, অভিজ্ঞতা কী তা শেয়ার করতে চাই।

‎এ বিএনপি, জামায়াত, এনসিপিসহ ২১ দলের প্রতিনিধি উপস্থিত রয়েছে। সেমিনারে অন্য নির্বাচন কমিশনার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতে ইসলামীর প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মতিউর রহমান আকন্দসহ বিভিন্ন দলের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

‎এনসিপির যুগ্মআহ্বায়স খালেদ সাইফুল্লাহ এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্বকার আন্দোলন, বাংলাদেশ লেবার পার্টির প্রতিনিধি উপস্থিত রয়েছেন।

‎এ ছাড়া নিবন্ধিত দলেল মধ্য এলডিপি, সিপিবি, জেএসডি, বাংলাদেশ মুসলীম লীগ, এনপিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিত, সাংস্কৃতি মুক্তিজোট, এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ জাসদ, এবি পার্টি, গণাধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টি প্রতিনিধিসহ গণমাধ্যম, কারিগরি বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত রয়েছেন।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/ইআ

এএমএম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর