Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেরাদিয়ায় গরুর হাট বসানো যাবে না: হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১১:৩৪ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৩:২১

ছবি: সংগৃহীত

ঢাকা: এবারের কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় গরুর হাট না বসানোর আদেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারীর পক্ষে আইনজীবী জহিরুল ইসলাম জানান, স্থানীয়দের একাধিক অভিযোগ ও আশঙ্কার ভিত্তিতে মেরাদিয়া এলাকায় পশুর হাট বসানোর বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়। এর পরিপ্রেক্ষিতে এখানে হাট বসানো যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন আদালত।

আদেশ অনুযায়ী, মেরাদিয়ায় এবার কোরবানির পশুর হাট বসাতে পারবে না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বনশ্রী ও আশপাশের এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় পশুর হাট বসলে জনদুর্ভোগ বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সড়কে পশু বেচাকেনা হলে চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশ দূষণ হতে পারে। এমন আশঙ্কা থেকেই রিট আবেদন করা হয়।

সারাবাংলা/আরএম/ইআ

মেরাদিয়া হাট হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর