Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ বোন দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১১:৫০ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৩:২৩

জেনারেল হাসপাতাল, নীলফামারী।

নীলফামারী: নীলফামারী জেলার সদর উপজেলার হাজী পাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দুই বোন অগ্নিদগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) আনুমানিক সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা দুই বোন হলেন–মোছা. সুইটি আক্তার (২০) এবং মোছা. তাসকিনা আক্তার (২৩) । তারা নীলফামারী জেলার ডোমার উপজেলার হরিণচড়া গ্রামের মো. আবুল কাশেমের মেয়ে।

জানা গেছে, উত্তরা ইপিজেড এলাকার সেকশন সেভেন কোম্পানিতে কর্মরত এই দুই বোন ভাড়াটিয়া হিসেবে হাজী পাড়ায় বসবাস করতেন। ঘটনার সময় তারা রান্নার কাজ করছিলেন। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। বিস্ফোরণের শব্দ ও ধোঁয়া দেখে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন এবং উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে রোগীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।

এ ঘটনায় খবর পেয়ে নীলফামারী সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সারাবাংলা/এসডব্লিউ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর