২ মামলায় কারাদণ্ড
আদালতে তারেক রহমানের খালাতো ভাইয়ের আত্মসমর্পণ
২৯ এপ্রিল ২০২৫ ১১:৫৫ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১২:২৭
ঢাকা: অবৈধ সম্পদ অর্জনসহ কর ফাঁকির অভিযোগে দুদকের করা দুই মামলায় দণ্ড নিয়ে আদালতে আত্মসমর্পণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে ঢাকার পৃথক দুই বিশেষ জজ আদালতে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন তিনি। তুহিন নীলফামারী-১ আসনের সাবেক এমপি ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তুহিনের বিরুদ্ধে গুলশান থানায় দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন-দুদক। এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে দুটি ধারায় আট বছরের কারাদণ্ড দেন আদালত। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।
এ ছাড়া আরেক মামলায় একই বছর তুহিনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে রায় ঘোষণার সময় তিনি ছিলেন না। দীর্ঘ ১৭ বছর পর আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলেন শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
সারাবাংলা/আরএম/ইআ