Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১৩:৪৫

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত।

নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথে সদর উপজেলার সতরশ্রীতে এ দুর্ঘটনা ঘটে।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোবারক হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানতে চাইলে মোহনগঞ্জ রেলওয়ে থানার এসআই মোবারক জানান, ঢাকা থেকে মোহনগঞ্জগামী আন্তঃনগর ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন সদর উপজেলার সতরশ্রীতে পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি ঘটনাস্থলে মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সারাবাংলা/এসডব্লিউ

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু