Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদগাঁওয়ে বজ্রপাতে লবণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১৩:৫৯

ফাইল ছবি

কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বজ্রপাতে আবু তালেব (২৮) নামে এক লবণ মাঠের শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর ৫টার দিকে পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু তালেব ওই গ্রামের মো. সৈয়দের ছেলে। তিনি পেশায় একজন লবণ মাঠের শ্রমিক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ বিন সৈয়দ সিদ্দিকী জানান, ভোরে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই আবু তালেব কাজের উদ্দেশে বাড়ি থেকে লবণ মাঠে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মছিউর রহমান বলেন, ‘বজ্রপাতে একজন যুবকের মৃত্যুর বিষয়ে জেনেছি। ‘

সারাবাংলা/এসডব্লিউ

বজ্রপাতে লবণ শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর