Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লার লাকসামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১৪:০৭

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

কুমিল্লা: জেলার লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুন্তি গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে পাশ্ববর্তী মাছের ঘেড়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত দুই শিশু হলো- লাকসাম পৌরসভার গুন্তি গ্রামের মজিদ মিয়ার বাড়ীর মো. রুবেলের ছেলে জিহাদ (৭) এবং একই গ্রামের হাজী বাড়ীর মো. আলীর ছেলে সাব্বির হোসেন মহিন (৯)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (২৮ এপ্রিল) বিকেল থেকে তাদের দুজনকে খুঁজে পাওয়া যায়নি। পরিবার ও আশপাশের লোকজন মিলে সারারাত ধরে অনেক খোঁজাখুজি করেও তাদের পাওয়া যায়নি। আজ (সোমবার) ভোরে পাশ্ববর্তী মাছের ঘেড়ে তাদের মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনিন সুলতানা বলেন, ‘আজ ভোরে খবর পেয়ে আমরা গুন্তি গ্রামের মাছের ঘেড়ে পুলিশ পাঠিয়ে মরদেহগুলো উদ্ধার করে থানায় এনেছি। দুই পরিবারের পক্ষ থেকে দুইটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

সারাবাংলা/এসডব্লিউ

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর